ক্রিকেট
এখন মাঠে
রানখরা কাটাতে পারছেন না লিটন দাস
পরপর তিন বলে স্কুপ করার চেষ্টা। দুইবার ব্যাটে-বলে সংযোগ হয়নি। তারপরও একই শট খেলার প্রবণতা। যেন জেদ চেপে বসেছে, তৃতীয় বলটা ব্যাটে লেগেছে ঠিকই, তবে আঘাত হানলো স্ট্যাম্পে। এমনই দায়িত্বজ্ঞানহীনভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন লিটন দাস।

কথিত প্রতিভাবান এই ক্রিকেটারের কি হলো? ব্যাটে রান নেই। রান করার কোন তাড়নাও যেন নেই। খেলায় কোন মনোযোগ নেই। দলের প্রতি নিবেদনও নেই। তার এমন আউট বারবার দলকে ঠেলে দিচ্ছে বিপদের মুখে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে লিটনের ব্যাটে রান এসেছে মাত্র ৩৬। তাও আবার টি-টোয়েন্টিতে মাত্র ৮৩ স্ট্রাইক রেইটে। তিন ম্যাচেই এই ওপেনারের রানখরার বলি হয়েছে দল। পাওয়ার-প্লেতে থমকে গেছে রান তোলার গতি।

বাংলাদেশ দলের ব্যাটার তাওহীদ হৃদয় বলেন, ‘উইকেট যদি আগে দুই-তিনটা পড়ে যায়। তাহলে রানের গতি কিছুটা কমে যায়। তাই শুরুর দিকে ব্যাটসম্যানরা ভালো করলে রানও ভালো হয়।’

আন্তর্জাতিক অঙ্গনে ৯ বছর কাটিয়ে দেয়া লিটন দাস কখনও ধারাবাহিক ছিলেন না। তবু অনেকটাই হয়ে উঠেছিলেন অটোচয়েস। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর ওয়ানডে দল থেকে বাদ পড়েন। টি-টোয়েন্টিতেও কি একই ভাগ্যের মুখোমুখি হবেন লিটন? কয়েকদিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়াল দেবে দল, ফ্লাইট মিস করবেন না তো এই ওপেনার!

এওয়াইএইচ