ক্রিকেট
এখন মাঠে
0

কলকাতার পর চেন্নাইকে হারিয়ে শেষ চারে পাঞ্জাব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের পর চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শেষ চারে উঠে গেল পাঞ্জাব কিংস। এদিন চেন্নাইয়ের মাটিতে সহজ জয় তুলে নেয় দলটি। চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারায় স্যাম কারেনরা।

চেন্নাইয়ের ১৬২ রানের জবাবে পাঞ্জাব কিংস ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। টানা দুই ম্যাচ জিতে আইপিএলের প্লেঅফের দৌড়ে এগিয়ে গেল পাঞ্জাব, ১০ ম্যাচে ৮ পয়েন্ট দলটির।

১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন পাঞ্জাব ব্যাটাররা। প্রভসিমরন সিং ১০ বলে ১৩ রান করে আউট হলেও অন্য ওপেনার জনি বেয়ারস্টো কেকেআর ম্যাচ মেজাজে ছিলেন। ৭ চার ও এক ছক্কায় তিনি ৩০ বলে ৪৬ করেন। আর তিন নম্বরে নেমে রিলি রোসো করলেন ২৩ বলে ৪৩। এরপর পাঞ্জাবের ইনিংসকে এগিয়ে নিয়ে যান শশাঙ্ক সিংহ ও কারেন। চেন্নাইয়ের ২২ গজে সহজেই ব্যাট করলেন পাঞ্জাবের ব্যাটাররা।

ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে ২৬২ রান তাড়া করে জয়ের পর পাঞ্জাব ক্রিকেটারদের বেশ আত্মবিশ্বাসী দেখা যায়। শশাঙ্কের ব্যাট থেকে আসে ২৫ রানের ইনিংস। আর কারেন করলেন ২০ বলে ২৬। শেষ পর্যন্ত দু’জনই অপরাজিত ছিলেন। পাঞ্জাবের বিরুদ্ধে এদিন চেন্নাইয়ের কোনো বোলারই তেমন সুবিধা করতে পারেননি।

এর আগে নিজেদের পরিচিত ২২ গজেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারেননি চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শুরুটা খারাপ করেননি রুতুরাজ গায়কোয়াড় ও আজিঙ্কা রাহানে। তারপরও মিডল অর্ডারের ব্যর্থতা চেন্নাইকে ভুগিয়েছে। এদিন টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান পাঞ্জাব অধিনায়ক স্যাম কারেন।