ক্রিকেট
এখন মাঠে
0

সিরিজ বাঁচাতে কাল মাঠে নামবে বাংলাদেশ

সিরিজের ১ম দুই ম্যাচ জিতে নিয়েছে ভারত

সিরিজ বাঁচানোর ম্যাচে বৃহস্পতিবার সফরকারী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বিকাল ৪ টায়।

৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পর পর দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে ভারতের মেয়েরা। ম্যাচের আগের দিন তাই মাঠের অনুশীলনে আসেনি হারমান প্রীতকৌরের দল। কিন্তু ঠিকই ঐচ্ছিক অনুশীলন করেছে জ্যোতিরা।

প্রথম ম্যাচে ৪৪ রানের বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১৯ রানে হেরে সিরিজে ব্যাকফুটে রয়েছে টাইগ্রেসরা। সিরিজ বাঁচাতে হলে তাই জয় ছাড়া বিকল্প কিছু নেই স্বাগতিকদের কাছে। যদিও দুই ম্যাচেই এক চেটিয়াভাবে আধিপত্য রেখেই জয় ছিনিয়ে নিয়েছে ভারতের মেয়েরা।

আইসিসির মেয়েদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও ভারতে থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। ভারতের মেয়েদের অবস্থান যেখানে ৩ বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে।