তীব্র গরমে যখন সবার হাঁসফাঁস অবস্থা তখন গনগনে রোদ মাথায় মাঠে খেলতে নামেন ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের খেলা চলমান। এমন প্রাণ বিনাশি গরমও বন্ধ রাখতে পারেনি মাঠের খেলা। বিসিবির চিকিৎসকও স্বীকার করলেন, এমন গরমে তাৎক্ষণিক অসুস্থতার পাশাপাশি দীর্ঘ মেয়াদী বিভিন্ন রোগেও আক্রান্ত হতে পারেন ক্রিকেটাররা।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'তাৎক্ষণিক সমস্যা ছাড়াও ম্যাচ পরবর্তীতে শারীরিকভাবে সমস্যা হতে পারে। সেটাকে হ্রাস করার কিছু কৌশল আছে। লং টার্ম স্পোর্টসের জন্য গাইডলাইন দেয়া আছে। আমরা হয়তো সবকিছু বাস্তবায়ন করতে পারছি না বিভিন্ন কারণে।'
গরমের কথা বিবেচনা করে ক্লাবগুলোর দাবির মুখে সুপার সিক্স ও রেলিগেশন লিগে একদিনের পরিবর্তে দুইদিনের বিশ্রাম রেখে সূচি নির্ধারণ করে ডিপিএলের আয়োজক সিসিডিএম। তবে এমন গরমে খেলা চালিয়ে যাওয়া নিয়েই উঠছে নানা প্রশ্ন। যদিও উত্তর হিসেবে ক্রিকেটের ব্যস্ত সূচির কথা বলছে বিসিবি।
এজন্য খেলা বন্ধ করতে না পারলেও সবার জন্য একটা গাইডলাইন দিয়েছে বিসিবির মেডিকেল টিম। এছাড়াও প্রিমিয়ার লিগে খেলা সব ক্রিকেটারকে সচেতন করতে পদক্ষেপ নিচ্ছে বোর্ড।
দেবাশীষ চৌধুরী আরও বলেন, 'আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটুকু সম্ভব মিনিমাইজ করে রাখার জন্য। এজন্য সকল খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের আমরা ২৪ তারিখ ডেকেছি। তাদের নিয়ে একটা সেমিনার করবো।'
সামনেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে গরমের এমন তীব্রতা ভাবনায় ফেলছে সবাইকে। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে তাই বাড়তি সতর্ক বিসিবিও।
তিনি আরও বলেন, 'জাতীয় দলের জন্য হয়তো কার্যকরি পদক্ষেপ নিতে আমরা অনেক বেশি সুযোগ পাবো। প্রিমিয়ার লিগের ক্ষেত্রে এতো বেশি সুযোগ আমরা পাই না।'
সবকিছুর আগে এমন গরমে ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।