বয়স ৪০ এর কাছাকাছি। তবু যেন মাঠের ক্রিকেটে নিজের আধিপত্য ধরে রাখার চেষ্টা। ক্যারিয়ারের গৌধুলী লগ্নে যখন নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে আনার কথা তখন যেন আবারও নতুনভাবে নিজেকে ফিরে পাবার চেষ্টা।
বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিকের কথা। এদেশের ক্রিকেট ভক্তরা অবশ্য কার্তিককে আরও ভালো করে মনে রাখার কথা। ৬ বছর আগে লঙ্কানদের মাঠে বাংলাদেশের জেতা ম্যাচটা হাত থেকে ছিনিয়ে নেয়া সেই ভারতীয় নায়ক বনে যাওয়া উইকেট কিপার ব্যাটার।
ভারতের জার্সিতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে। তারপর থেকেই হারানো জায়গা ফিরে পাবার চেষ্টা দিনেশ কার্তিকের।
এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ফিরতে মরিয়া কার্তিক। তাই আইপিএল মঞ্চটাকে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলা এই ক্রিকেটার।
এবারের আসরে রানের দিক দিয়ে দলে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন দিনেশ। ২২৬ রান করে আছেন বিরাট কোহলি আর ফাফ ডু প্লেসির পরেই। ব্যাট করেছেন দুইশো'র উপরে স্ট্রাইক রেটে।
আইপিএলে অবশ্য আরও তিন উইকেট কিপার ব্যাটার রয়েছে বেশ ভালো ফর্মে। রিশাপ পান্ত, সাঞ্জু স্যামসন, ইশান কিশান এমনকি কে এল রাহুলও রয়েছে বেশ ভালো অবস্থানে।
দিনেশ কার্তিক অবশ্য দলে সুযোগ পেতে পরিস্কার করেছেন নিজের অবস্থান। তবে দলে সুযোগ পেতে পরিশ্রমের কোন কমতি রাখবে না বলেও জানান দিনেশ কার্তিক।
ভারতীয় ক্রিকেট কাঠামো, প্রতিযোগিতা অন্য অনেক দেশ থেকে আলাদা। ক্রিকেটারদের দলে ঢুকা কিংবা বাদ পড়া সবকিছুতেই থাকে ব্যাপক আলোচনা সমালোচনা।
তবে ফিটনেস জটিলতা কাটিয়ে ৪০ বছরের কোন ক্রিকেটার ভারতীয় ক্রিকেটে জায়গা ধরে রাখতে পারলে বিষয়টি বেশ ইতিবাচক হিসেবে দেখার সুযোগ রয়েছে।