ক্রিকেট
এখন মাঠে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল আশাবাদী কায়েস-মেহেদি
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী ইমরুল কায়েস-মেহেদি মিরাজরা। বিশ্ব আসরের আগে জিম্বাবুয়ে সিরিজ প্রস্তুতিতে বেশ সহায়ক হবে বলে মনে করেন তারা। স্কোয়াডে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চান দীর্ঘদিন টি-টোয়েন্টি দলে না থাকা মিরাজ।

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না বাংলাদেশ। তার ওপর এবারের বিশ্বকাপ সুদূর মার্কিন মুলুকে। বিশ্ব আসরগুলো থেকে বরাবরই খালি হাতে ফেরা বাংলাদেশকে এবারও কোন স্বপ্ন দেখাতে পারছেন না স্বয়ং টাইগার দলপতি নাজমুল হাসান শান্ত। ক'দিন আগে গণমাধ্যমকে জানিয়েছেন খুব বেশি আশাবাদী না হতে। অবশেষে সমর্থকদের কিছুটা ভরসা যোগালেন ইমরুল কায়েস আর মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশের ক্রিকেটার ইমরুল কায়েস বলেন, 'চাইবো বাংলাদেশ যেন ভালো ক্রিকেট খেলে আসে। বাংলাদেশ যেন ভালো পজিশন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে এইটাই প্রত্যাশা।'

বাংলাদেশের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ বলেন, 'এবার আমাদের বলিং সাইট খুবই ভালো। আমরা আশাবাদী। পেস বলাররা খুব ভালো বল করছে। স্পিনাররাও আছে। আমরা ব্যাটসম্যানরা রান করতে পারি তাহলে আমাদের মনে হয় না অন্য টিমের সাথে পারফরম্যান্স খারাপ হবে।'

বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের লম্বা টি-টোয়েন্টি সিরিজ। এরইমধ্যে সিরিজের প্রস্তুতি শুরু করেছে দল। হয়েছে ফিটনেস টেস্টও। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও, বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটাকে গুরুত্বপূর্ণ বলে মানছেন ক্রিকেটাররা।

অন্য দুই সংস্করণে নিয়মিত হলেও, টি-টোয়েন্টিতে দীর্ঘদিন ধরেই অনিয়মিত মেহেদি হাসান মিরাজ। দেশের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলতে মাঠে নেমেছেন গেল বছরের জুলাইয়ে। এরপর বাংলাদেশ দু'টি টি-টোয়েন্টি সিরিজ খেললেও জায়গা হয়নি মিরাজের। আসন্ন বিশ্বকাপ দলেও তার জায়গা হবে কি না এ নিয়ে সংশয় আছে। প্রত্যয়ী মিরাজ অবশ্য সুযোগের অপেক্ষায়।

ইএ