ক্রিকেট
এখন মাঠে
প্রায় কোটি টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছেন মোস্তাফিজ
আইপিএলের মাঝপথে দেশে ফিরলে অন্তত ৯৩ লাখ টাকা আর্থিক ক্ষতির মুখে পড়বেন মোস্তাফিজুর রহমান। পুরো আসরে খেললে বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬২ লাখ টাকারও বেশি আয় করতে পারতেন বাংলাদেশের এ পেসার। কিন্তু নিয়ম অনুযায়ী লিগ পর্বের সব ম্যাচ না খেললে, ম্যাচ প্রতি অর্থ পারিশ্রমিক পাবেন উক্ত ক্রিকেটার। সেই হিসেবে মাঝপথ থেকে চলে আসলে প্রায় কোটি টাকা আয় থেকে বঞ্চিত হতে পারেন মোস্তাফিজ।

অফ ফর্মে থাকার পরও সবাইকে চমকে দিয়ে সর্বশেষ আইপিএলের নিলামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পান মোস্তাফিজ। চেন্নাইয়ের প্রথম ম্যাচেই আগুনে বোলিংয়ে কোহলি-প্লেসিসদের প্যাভিলিয়নে পাঠিয়ে ম্যাচ সেরা নায়ক হয়েছিলেন কাটার মাস্টার।

আইপিএলে নিজেকে যেন নতুন রূপে আবিষ্কার করেন মোস্তাফিজ। দুর্দান্ত শুরুর পর হয়ে উঠেন ধোনির আস্থার প্রতীক। এমনকি আসরের প্রথম পারপেল ক্যাপ মাথায় তুলে মোস্তাফিজ এখনো আছেন সেরা উইকেট শিকারের তালিকায়। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থাকায় মোস্তাফিজকে ফিরিয়ে আনছে বোর্ড।

আইপিএলে দারুণ ফর্মে ফেরা মোস্তাফিজকে দেশে ফিরিয়ে আনায় হচ্ছে আলোচনা-সমালোচনা। তবে পুরো আসর না খেললে আর্থিক ক্ষতির মুখে পড়বেন মোস্তাফিজ। অন্তত ৯৩ লাখ টাকা আয় থেকে বঞ্চিত হবে সাতক্ষীরার এ পেসার।

আইপিএলের নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটার লিগ পর্বের ১৪টি ম্যাচ না খেললে পাবে ম্যাচ প্রতি পারিশ্রমিক। সেই হিসেবে নিমালের বাংলাদেশের মুদ্রায় আড়াই কোটি টাকার বেশিতে দল পাওয়া মোস্তাফিজ পহেলা মে'তে শেষ ম্যাচ খেলে দেশে ফিরলে মোট ৯ ম্যাচে মোস্তাফিজের আয় হবে ১ কোটি ৬৯ লাখ টাকা।

তবে এর আগে অতীতে একবার ক্রিকেট বোর্ড আইপিএলে মোস্তাফিজকে না পাঠিয়ে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিলেও এবার হয়তো তা ভাবনায় নেই। তবে দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সবগুলো খেললে ম্যাচ ফি থেকে আরও ১২ লাখ ৫০ হাজার টাকা আয়ের সুযোগ থাকবে মোস্তাফিজের সামনে।

এভিএস