ক্রিকেট
এখন মাঠে
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?
আসছে জুনে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মার্কিনীদের দেশে প্রথমবার বসবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপ।

ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি তখন বাংলাদেশের পারফর্ম্যান্স নিয়ে চলে নানা আলোচনা-পর্যালোচনা। ২০২২ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ছিল না বলার মতো কোনো সাফল্য।

জয় বলতে ৫ ম্যাচে দুটো। তাও জিম্বাবুয়ে আর নেদারল্যান্ডেসের বিপক্ষে।ব্যাক্তিগত পারফর্ম্যান্সেও ছিলে না আহামরি কিছু।

মাঠ আর কন্ডিশনের বদল আনলেও যুক্তরাষ্ট্রের মাটিতে খেলা হবে অস্ট্রেলিয়ায় তৈরি ড্রপ ইন পিচে। অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে বানানো পিচ আমেরিকার স্টেডিয়ামে এনে বসিয়ে চলবে বিশ্বকাপের আসর।

তাই বিশ্ব আসরের পারফর্ম্যান্স নিয়ে তো কাটাছেড়া হতেই পারে। টি-টোয়েন্টিতে ব্যাটারদের প্রমাণের অন্যতম জায়গা ছক্কা মারার সক্ষমতা। সেখানে গেল বিশ্বকাপে নেই আশানুরূপ কিছু।

ছয় মারার তালিকায় সবার উপরে বর্তমানে রান খরায় থাকা লিটন দাস। এরপরের নামটা তিন ছয় হাঁকানো সৌম্য সরকারের। এছাড়া তালিকায় থাকা ব্যাটারদের মধ্যে নিয়মিত একাদশে খেলাদের মধ্যে রয়েছে শুধুমাত্র বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলারদের মধ্যে রান খরচের তালিকায় নেই তেমন স্বস্তি। এক ম্যাচ নাসুম আর ৫ ম্যাচে ৬ এর নিচে রান দেয়া মুস্তাফিজ ছাড়া বাকি সবাই প্রতি ওভারে রান দিয়েছে সাতের উপরে।

অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর বাংলাদেশ দল এখন পর্যন্ত টি-টোয়েন্টি খেলেছে ১৭টা। যার মধ্যে জয়ের পাল্লাটা বেশ ভারি। যদিও বিশ্বকাপ মিশন শুরুর আগে টাইগাররা খেলবে আরও বেশ কিছু ম্যাচ।

বিশ্বকাপের পর বাংলাদেশ ব্যাটারদের মধ্যে লিটন, শান্ত ছাড়া তালিকায় সেরা পাঁচে থাকা কেউ পায়নি ফিফটির দেখা। তবে মাত্র ৮ ইনিংসে ব্যাট করা সাকিব আল হাসানের গড়টা বেশ প্রশংসনীয়।

বোলারদের মধ্যে তাসকিন আহমেদ বেশ সফল। ১১ ইনিংসে ২০ উইকেট ঝুলিতে এই স্পিড স্টারের। এছাড়া তালিকার অন্য সদস্যদের মধ্যে উজ্জ্বল সাকিব আল হাসানের পারফর্ম্যান্স।

ইএ