ক্রিকেট
এখন মাঠে
0

প্রথমবার আইসিসি প্যানেলে দেশের নারী আম্পায়ার

বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে নতুন সংযোজন। আইসিসি প্যানেলে প্রথমবারের মতো যুক্ত হলেন দেশের চার নারী আম্পায়ার। এছাড়া আইসিসি প্যানেলের ম্যাচ রেফারি হিসেবে রাখা হয়েছে একজনকে। আজ শনিবার (২৩ মার্চ) আইসিসি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

দেশের নারী ক্রিকেটের সঙ্গে এগিয়ে যাচ্ছে আম্পায়াররাও। দুইদিন আগে ইতিহাসের সাক্ষী হয়েছেন দেশের দুই নারী আম্পায়ার। বিসিবির বেতনভুক্ত আম্পায়ার হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডেতে ছিলেন রিজার্ভ হিসেবে।

আর্থিকভাবে এগিয়ে যেতে নতুন এক পথের সূচনা হয়েছে নারী আম্পায়ারদের জন্য। এতোদিন আইসিসি প্যানেলে দেশের পুরুষ আম্পায়ারদের নাম থাকলেও এবার নারী আম্পায়াদেরকেও যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা বড় জয়। তারা ভালো করেছে বলেই আইসিসির নজরে এসেছে।’

সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমাকে আইসিসির ডেভেলপমেন্ট আম্পায়ার প্যানেলে যুক্ত করা হয়েছে। এছাড়া আইসিসি প্যানেলে ম্যাচ রেফারি হিসেবে নাম এসেছে সুপ্রিয়া রানী দাসের।’

আম্পায়ার চম্পা চাকমা বলেন, 'এটার জন্য অনেক পরিশ্রম করেছি। অভি স্যার এবং বুলবুল ভাই আমাদের সাপোর্ট করেছে আইসিসি প্যানেলে আসার জন্য।'

সংস্থাটির আম্পায়ার হিসেবে টেস্ট ম্যাচ পরিচালনায় মিলবে আট লাখ টাকা। আর একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করে পাওয়া যাবে সাড়ে তিন লাখ টাকা।

এসএস