ক্রিকেট
এখন মাঠে
0

ডিপিএলেও রান করতে চান তামিম ইকবাল

বিপিএলের মতো ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) রানের চাকা সচল রাখতে চান দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। একইসঙ্গে প্রাইম ব্যাংকের হয়ে এবারের আসরের বেশি ম্যাচ খেলার লক্ষ্য তার।

অবসর, ফের মাঠে ফেরার ঘোষণা কিংবা বিশ্বকাপে খেলতে না যাওয়া। সাম্প্রতিক সময়ে ক্রিকেট অঙ্গনে নানা ইস্যু নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তামিম ইকবাল। দেশসেরা এই ব্যাটার আবার জাতীয় দলে ফিরবেন কিনা, সেটা নিয়েও কাটেনি ধোঁয়াশা।

জাতীয় দলে ফেরা নিয়ে বিভিন্ন শর্ত জুড়ে দিলেও ঘরোয়া লিগে নিয়মিত খেলছেন তিনি। সবশেষ বিপিএলেও সামনে থেকে নেতৃত্ব দিয়ে বরিশালকে শিরোপা এনে দিয়েছেন। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তামিম। বিপিএলের ফর্ম চলমান ডিপিএলেও ধরে রাখতে চান।

তামিম ইকবাল বলেন, ‘আমার ব্যাটিং নিয়ে খুশি। আর অবশ্যই চাইবো, বড় রান করার।’

জাতীয় দলের ব্যস্ততার কারণে ঘরোয়া লিগে বেশিরভাগ ম্যাচ খেলা হয় না গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের। এর ফলে শক্তিশালী দল গঠন করেও এর খেসারত দিতে হয় দলগুলোকে। তবে শিগশিরই জাতীয় দলের কোন ব্যস্ততা নেই প্রাইম ব্যাংকের এই ক্রিকেটারের। তাই দলটির হয়ে নিজেকে নিংড়ে দিতে চান তামিম।

তামিম আরও বলেন, ‘ন্যাশনাল টিমের সিডিউল অনুযায়ী সবাইকে সবসময় পাওয়া যাবে না। এ কারণে আমাদের স্কোয়াডটাও একটু বড়। গত বছর তো আমরা বেশ সাফার করেছি। আমি নিজেই এক-দুইটি ম্যাচ খেলেছি।’

প্রতি আসরেই বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনায় থাকে দেশের ঘরোয়া লিগ। চলতি মৌসুমেও এর বিপরীত নয়। এবারের আসরে থাকছে না কোন বিদেশি ক্রিকেটার। আর এটাকে স্থানীয় খেলোয়াড়দের জন্য নিজেকে প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন তামিম ইকবাল।

সবশেষ ডিপিএলে খুব একটা ভালো করতে পারেনি তামিম ইকবালের প্রাইম ব্যাংক। এবার তার দলকে কতোদূর নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার বিষয়।