ক্রিকেট
এখন মাঠে
0

ডাকের রেকর্ডবুকে লিটন দাস

প্রতি ম্যাচে ফিফটি করতে চান না লিটন দাস। কিন্তু প্রতি ম্যাচে ডাক মারার মন্ত্রটা তাকে কে দিয়েছে কে জানে!

জাতীয় দলে অটো চয়েস হয়ে ওঠা লিটন দাস কোন এক অদৃশ্য কারণে রান করতে যেন ভুলেই গেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও শূন্য রানে আউট হয়েছেন এই ওপেনার। পরম আস্থায় তার কাঁধে যারা ইনিংস সূচনার দায়িত্ব তুলে দেন তাদের দিকে যেন বিদ্রুপাত্মক উপহার ছুঁড়ে দেন লিটন দাস।

সবশেষ ১০ ওয়ানডেতে লিটন দাস। ছবি: এখন টিভি

পরপর দুই ডাকে বাংলাদেশের রেকর্ডবুকে জায়গা করে নিলেন তিনি। ওয়ানডেতে দেশের হয়ে শূন্য রানে আউট হওয়ার ক্ষেত্রে লিটন দাস ঢুকে পড়লেন সেরা পাঁচে। যদিও এই তালিকায় থাকা অন্য সবার চেয়ে কম ম্যাচ খেলেছেন তিনি। এই তালিকায় তার সঙ্গী হিসেবে আছেন মাশরাফী-রফিকরা। তবে তারা কেউ ব্যাটার নন।

ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বাধিক 'ডাক'। ছবি: এখন টিভি

কেবল এই সিরিজেই নয়, দীর্ঘদিন ধরেই লিটন দাসের ব্যাটে রান নেই। সবশেষ ১০ ওয়ানডেতে সেঞ্চুরি তো দূরে থাক, কোন ফিফটিরও দেখা পাননি এই টপঅর্ডার। এর মধ্যে ৫টিতে তিনি আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। তার সবশেষ ফিফটি দেখতে হলে যেতে হবে ৫ মাস পেছনে, পুনেতে ভারতের বিপক্ষে।

অবশ্য এসব পরিসংখ্যান কিংবা বাজে পারফরম্যান্সের চিত্রে কিছু যায় আসে না। ব্যাটে না পারলেও, মুখে ধার ঠিকই আছে লিটন দাসের। তার চোখে ২৫ গড়ে রান খারাপ কিছু নয়। টিম ম্যানেজমেন্টের কাছেও হয়তো সেরকমই। তাই তো, জাতীয় দলে ১০ বছর হতে চলা লিটন দাসের কাছ থেকে পাওয়া ৫ ওয়ানডে সেঞ্চুরি আর ১২ ফিফটিতেই তৃপ্তির ঢেঁকুর তুলেন সবাই। 

ইএ