ক্রিকেট
এখন মাঠে
0

ভারতকে পাকিস্তানে আনতে আইসিসির দ্বারস্থ পিসিবি

ভারত ক্রিকেট দলকে পাকিস্তানের মাটিতে খেলাতে আইসিসির দ্বারস্থ হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী সপ্তাহে দুবাইয়ে আইসিসির সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি, আইসিসির কাছে আবেদন করবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলোর মতো ভারত'ও যেন পাকিস্তানের খেলতে আসে।

সর্বশেষ এশিয়া কাপের আয়োজক ছিলো পাকিস্তান। কিন্তু পাকিস্তানে ভারত না গিয়ে হাইব্রিড মডেলে খেলে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন এমন ঘটনা আর না ঘটে সে জন্য আইসিসির দ্বারস্থ হবে পিসিবি।

এর আগে সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারত ক্রিকেট দল। আর পাকিস্তান ক্রিকেট দল ২০১১, ২০১৬ ও ২০২৩ সালে ভারত সফর করে।

এসএস