ক্রিকেট
এখন মাঠে
0

ডিপিএলে শিরোপার স্বাদ পেতে মরিয়া মোহামেডান

জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করলো আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অন্যদিকে চলতি আসরে সাকিব দল ছাড়লেও মাহমুদুল্লাহ, মিরাজদের নিয়ে শিরোপা জয় করতে মরিয়া মোহামেডান।

চট্টগ্রামে যখন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দলের লঙ্কান সিরিজে সুযোগ পাওয়া ক্রিকেটার, তখন ঢাকায় শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম দিনই জয় তুলে নিয়েছে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

আবারো প্রিমিয়ার লিগে ফিরে আসা পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১৭১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আবাহনী। বর্তমান দলে থাকা ৮ জন ক্রিকেটারই আছেন লঙ্কান সিরিজে। তবুও শান্ত, লিটন আর হৃদয়দের ছাড়ায় উড়ন্ত সূচনা আনলো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। আর অন্য দিকে বিকেএসপিতে গাজী টায়ার্সকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

চির প্রতিদ্বন্দ্বী আবাহনী জয় দিয়ে শুরু করলেও এবার ডিপিএলে মাহমুদুল্লাহ আর মিরাজদের নিয়ে খুব একটা শক্তিশালী দল গঠন করতে পারেনি মোহামেডান। গত আসরে দলের সাথে সাকিব আল হাসানকে আনলেও শেষ পর্যন্ত ধরে রাখতে ব্যর্থ হয়েছে দলটি। তবে এবার বিপিএল সেরা অধিনায়ক ইমরুলের নেতৃত্বে শিরোপা জয় করে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে চায় দলের অধিনায়ক ও কোচ।

অধিনায়ক ইমরুল কায়েস বলেন, 'আমাদের প্রথম টার্গেট সুপার লিগ নিশ্চিত করা। তারপর আমাদের টার্গেট থাকবে চ্যাম্পিয়নশিপ।'

ওয়ানডে সিরিজ শেষেই দলের সাথে যুক্ত হতে পারবেন রিয়াদ আর টেস্ট সিরিজ শেষে সুপার লিগ থেকে খেলতে পারবেন মিরাজ। চট্টগ্রামে টিম হোটেল থেকেই নিজ দল মোহামেডানের জন্য শুভকামনা জানিয়েছেন এই ক্রিকেটার।

এসএস