গতকাল (শনিবার, ১২ এপ্রিল) ঢাকা ডার্বির আলোচিত ঘটনা, ম্যাচ পরবর্তী সময়ে আম্পায়ার বিতর্কে মুখ খোলার হুঁশিয়ারি দিয়েছিলেন মোহামেডান অধিনায়ক। আর সেই হুঁশিয়ারির কারণেই এবার বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তাওহীদ হৃদয়।
আবাহনী ইনিংসের অষ্টম ওভারে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে বিসিবি'র কড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গ করেন হৃদয়। যে কারণে চার ডিমেরিট পয়েন্ট নিয়ে ক ম্যাচের জন্য নিষিদ্ধ হোন তিনি।
তবে এদিন ম্যাচের পর বিসিবি'র আরও একটি ক্রিকেট আইন অমান্য করেন এই তরুণ হার্ডহিটার। গণমাধ্যমে হুঁশিয়ারি দেয়ার পাশাপাশি আম্পায়ারদের সমালোচনা করেন তিনি। আর তাতেই নতুন করে ভঙ্গ করেন ২.৭ নং ধারা। যেখানে শাস্তিস্বরূপ হৃদয়ের নামের পাশে যুক্ত হবে আরও চার ডিমেরিট পয়েন্ট।
কোড অব কন্ডাক্টের নিয়ম বলছে, কোনো ক্রিকেটারের নামের পাশে মোট ট ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে সে ক্রিকেটারকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করতে পারে ক্রিকেট বোর্ড।
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু বলেন, 'একজন আন্তর্জাতিক খেলোয়াড় কীভাবে বলে যে আম্পায়ারকে ভুল স্বীকার করতে হবে। ব্যাপারে তো আমি আশ্চর্য হই। ম্যাচের পরেও কিন্তু ক্রিটিসাইজ করা উচিত নয়।
এদিকে আম্পায়ারের সাথে হৃদয়ের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান।