তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ দেশের ক্রিকেটের তিন পাণ্ডবসহ দলে যেন তারার মেলা বসিয়েছে মোহামেডান। যদিও ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই হেরে বসে নবাগত গুলশান ক্লাবের বিপক্ষে।
তবে ঠিকই ঘুরে দাঁড়ায় তারা। মাঝে গাজী গ্রুপের বিপক্ষে পা হড়কালেও প্রথম রাউন্ড শেষে আবাহনীকে হারিয়ে সমান পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পা রেখেছে দলটি।
চ্যাম্পিয়নের আসল লড়াইয়ে নামার আগেই জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার ছাড়ছেন মোহামেডান শিবির। যদিও আগেই বিকল্প পরিকল্পনা সাজিয়ে রাখার কথা জানালেন ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন।
তিনি বলেন, 'আমরা এতটা চিন্তা করিনি। এভাবে পাঁচটা খেলোয়াড় চলে যাবে চিন্তা করিনি। আমরা যখন দল গঠন করেছি তখনই ১৯ থেকে ১৯ জনের দল করেছি। ওই হিসেব করেই দল গড়েছিলাম যে কার রিপ্লেসমেন্ট কে হতে পারে।'
মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে অসুস্থ হন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। সুপারসিক্সে দেশসেরা ওপেনার ও নিয়মিত পারফর্মার অঙ্কনের অনুপস্থিতি ভোগাবে বলে মানছেন ক্লাবকর্তা।
সাজ্জাদ আহমেদ শিপন বলেন, 'লিটনকে পিএসএল ছুটি দেয়ার জন্য একটা বড় গ্যাপ হয়ে গেছে। অঙ্কল জাতীয় দলে চান্স পেয়েছে আর তামিমের বড় অ্যাক্সিডেন্টের জন্য সে নাই। এই দুইটা জায়গায় আসলে শূন্যস্থান পূরণ করা অনেক কঠিন হয়ে গেছে আমাদের জন্য।'
দলের শক্তি কিছুটা কমলেও চ্যাম্পিয়ন শিপের আশা ছাড়ছেন না শিপন। তবে পরের রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটাররা না থাকায় নতুনদের জন্য সুযোগ হিসেবে দেখছেন এই কর্মকর্তা।
সাজ্জাদ আহমেদ শিপন বলেন, 'ভালো সুযোগ বলতে পারেন কারণ যারা আছে, বাকি যে দলগুলো সুপার লিগে উঠবে বা উঠছে তাদের ভেতর থেকে র্যান্ডম ব্যাসিসে প্রস্তুতি হচ্ছে না। এটা তাদের জন্য খুব বালো চান্স।'
লিস্ট এ মর্যাদা পাওয়ার পর থেকে কখনও ঢাকা প্রিমিয়ার লিগ জিততে পারেনি মোহামেডান। এবার শিরোপা-খরা কাটানোতেই সব মনোযোগ মতিঝিল পাড়ার দলটির।