ক্রিকেট
এখন মাঠে
0

সাংবাদিক বোনের ইচ্ছেপূরণ করলেন জাকের আলী

জাকের আলী অনিকের জাতীয় দলের একাদশে সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে কাঁদলেন বড় বোন শাকিলা ববি। তার স্বপ্ন, ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডসে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম তুলবেন ছোট ভাই অনিক।

লঙ্কানদের বিপক্ষে গতকাল দল হারলেও দাপুটে ব্যাটিংয়ে আলো কেড়েছেন বাংলাদেশের জাকের আলী অনিক। প্রথমবার একাদশে জায়গা পেয়ে খেলেছেন ৩৪ বলে ৬৮ রানের ইনিংস। ডানহাতি এ ব্যাটার জাতীয় দলের হয়ে পারফর্ম করায় উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত তার বড় বোন শাকিলা ববি।

তিনি বলেন, 'আমার বাবা নেই। বাবার অনেক স্বপ্ন ছিল অনিক জাতীয় দলে খেলবে। বাবা সেটা দেখে যেতে পারেননি এটা অনেক কষ্টের।'

ছোটবেলা বোন ববির হাত ধরে নিয়মিত অনিক মাঠে গিয়েছেন। সেই বোন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে অনিকের খেলা দেখতে এসে শঙ্কিত ছিলেন। এর কারণও জানিয়েছেন তিনি।

শাকিলা ববি বলেন, 'আমার হাত ধরেই সে মাঠে গেছে। অনিক যখন মাঠে প্রথম প্রবেশ করল তখন আমি শুরুর দিকে চলে গেছিলাম। যেদিন অনূর্ধ্ব ১৪ তে ব্যাট হাতে প্রথম মাঠে নামে সেদিনের মতোই আজ আমার বুক ধড়পড় করছিল।'

প্রতিভাবান এ ক্রিকেটারকে নিয়ে তার পরিবারের অনেক স্বপ্ন। তার বোনের প্রত্যাশা লর্ডসের মাটিতে শতক হাঁকাবেন তিনি।

তিনি বলেন, 'লর্ডসে সেঞ্চুরি করতে পারলে সেখানে নামটা লিখা থাকে। আমার স্বপ্ন অনিক লর্ডসের মাঠে সেঞ্চুরি করবে। আশা করি সে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করে আমার স্বপ্নটা পূরণ করবে।'

অনিকের বোন ববি পেশায় সাংবাদিক। বোনের ইচ্ছে ছিল একদিন সংবাদ সম্মেলনে ভাইকে প্রশ্ন করবেন। সিলেটে দারুণ ব্যাটিং করে বোনের সে ইচ্ছে পূরণ করেছেন জাকের আলী অনিক।