ক্রিকেট
এখন মাঠে
0

সাকিবের আউটে তামিমের ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি

আবারও সাকিব তামিম ইস্যুতে উত্তপ্ত নেট দুনিয়া। চলতি বিপিএলে চট্টগ্রামে দু'দলের মুখোমুখিতে সাকিবের আউটে তামিমের ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি। এরপর থেকে নতুন করে আলোচনার শীর্ষে দুই বন্ধুর তিক্ত সম্পর্ক।

দেশের আলোচিত দুই তারকা ক্রিকেটার সাকিব, তামিম। একসঙ্গে অসংখ্যবার নেমেছেন মাঠের লড়াইয়ে। অনায়েসে ঘায়েল করেছেন প্রতিপক্ষকে। দেশের সমর্থকদের মুখে বিজয়ের হাসি ফুটিয়েছেন। তবে এখন উল্টোটা ঘটছে। নিজেদের সম্পর্ক নিয়েও করছেন কাদা ছোঁড়াছুড়ি।

আড়ালে রাখা দীর্ঘদিনের নিজেদের তিক্ত সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে চলতি বিপিএলে। চট্টগ্রামের মাঠে আসরের ৩৮তম ম্যাচে মুখোমুখি বরিশাল-রংপুর। সাম্প্রতিক সময়ে দু'জনের সম্পর্কের জেরে সাকিব-তামিম লড়াই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

ফরচুন বরিশালের ইনিংসে স্ট্রাইকে ছিলেন তামিম ইকবাল। প্রিটোরিয়াস, হাসান, শেখ মাহেদীর বলে একের পর এক চার ছয়ে ঝড় তুলেছেন ব্যাটে। সেই মুহুর্তে এই ওপেনারকে আটকাতে নিজের প্রথম ওভারে বল করতে আসেন সাকিব। প্রথম বলেই সাকিবের ভেল্কিতে ঘায়েল হন তামিম। প্রতিপক্ষ দলের আগ্রাসী ব্যাটারকে আউট করার আনন্দ উদযাপন করেন দেশসেরা অলরাউন্ডার। কিন্তু সেটা যে তামিম ভালোভাবে নেননি, বোঝা গেল রংপুরের ইনিংসে।

বলে ভালোই ব্যাট চালাচ্ছিলেন সাকিব। কিন্তু মিরাজের বলে উঠিয়ে মারলে ক্যাচ লুফে নেন প্রীতম কুমার। আর তখনই তামিমের উদযাপন নজর কাড়ে সবার। যাতে ছিল সাকিবের সেই ভঙ্গিমারই ব্যঙ্গ! আর তাতেই যেন অনেকে পেয়ে গেলেন আলোচনার রসদ! নেট দুনিয়ায় এখন এ নিয়ে তাই ছুটছে কথার দ্বৈরথ।

ম্যাচ শেষ বরিশালের তামিমের সতীর্থ মুশফিকুর রহিমকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আসে কৌশলী উত্তর। তবে সাকিবের আউটে তামিমের সেই মুহুর্ত দেখার কৌতূহল প্রকাশ করেছেন অভিজ্ঞ মুশফিক।

তিনি বলেন, 'আমি সেলিব্রেশনটা দেখিনি, তবে এখন জানার পর রুমে গিয়ে দেখবো।'

মাঠের বাইরে সম্পর্ক যেমনই হোক, পেশাদার খেলোয়াড়ের কাছে এমন আচরণ কতটা যুক্তিসঙ্গত? দিনশেষে হয়তো সেই প্রশ্নের ধাঁধাঁ মেলাতেই ব্যস্ত ক্রীড়াপ্রেমীরা।

এসএস

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর