বিপিএলে বিরতি থাকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল। নেটে বোলিং অনুশীলন করছিলেন দ্য ফিজ। বোলিং এন্ডে যাওয়ার সময় হুট করে তার মাথায় আঘাত করে একটি বল। সাথে সাথেই রক্তক্ষরণ হতে থাকে মাথায়। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন চিকিৎসকরা। ব্যান্ডেজ বেঁধে রক্তক্ষরণ থামান তারা।
পরে মুস্তাফিজকে নিয়ে যাওয়া হয় ইমপেরিয়াল হাসপাতালে। সেখানে প্রয়োজনীয় টেস্ট শেষে জানা যায়, অভ্যন্তরীণ কোন ইনজুরি হয়নি তার, কেবল মাথার বাইরের অংশে আঘাত পেয়েছেন তিনি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও জাহিদুল ইসলাম সজল বলেন, 'ওনার মাথায় বল লেগেছিল যেটা বাম পাশের প্যারাইটাল এরিয়াতে। সেখান প্রায় চার থেকে পাঁচ সেন্টিমিটারের মতো লেফ্ট সাইডে ফেটে গিয়েছে। আমরা ওনাকে হাসপাতালে নিয়ে আসার পর প্রথম ইমার্জেন্সিতে টেক কেয়ার করি, এরপর সিটি স্ক্যান করি। সিটি স্ক্যানে কোনো ইন্টারনাল ব্লিডিং পাওয়া যায়নি। আমাদের মনে হয় যতটুকু শুনেছি পাঁচটা সেলাই পরেছে।'
সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ। তবে ফিজকে পরবর্তীতে কোন ম্যাচে পাওয়া যাবে তা নিয়ে এখনো ভাবছে না তার দল কুমিল্লা।
ফিজিও আরও বলেন, '২৪ ঘণ্টা আগে অবজারভেশনে থাকবেন। ম্যাচ রিলেটেড কোনো কিছু আমাদের মাথাতেই নেই এখন।'
আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১১টি উইকেট শিকার করেছেন কাটার মাস্টার।