ম্যাচের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি বার্সার। ১৯ মিনিটে নাহুয়েল মলিনার পাস ধরে বার্সার জালে বল পাঠান অ্যাতলেটিকো মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা।
তবে গোল হজমের পরেই ম্যাচে ঘুরে দাঁড়ায় বার্সা। ২৬ মিনিটেই ম্যাচে সমতা আনেন বার্সা অধিনায়ক রাফিনিয়া। ৩৬ মিনিটে পেনাল্টি পেয়ে বার্সার সামনে তৈরি হয় এগিয়ে যাওয়ার সুযোগ।
আরও পড়ুন:
তবে এ সুযোগ কাজে লাগাতে পারেনি লেওয়ানডস্কি। পেনাল্টি মিস করলে হতাশায় ডোবে কাতালুনিয়ার ক্লাবটি। মাঝে বেশকিছু সুযোগ তৈরি করলেও গোল পেতে অপেক্ষা ছিল ৬৫ মিনিট পর্যন্ত। দানি ওলমো লিড এনে দেন বার্সাকে।
এরপরেই ইনজুরিতে পড়েন এই স্প্যানিশ। ম্যাচের ইনজুরি সময়ে ফেরান তোরেস দলের হয়ে তৃতীয় গোল করলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে ম্যাচ জেতে বার্সেলোনা।





