টেস্টের লাগাম এখন ভারতের হাতে

0

টেস্টের লাগাম অনেকটাই এখন ভারতের হাতে। হাতে ৮ উইকেট রেখেই তৃতীয় দিন শেষে লিড ঠেকেছে ৩২২ রানে। জয়শালের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ দুই উইকেটে ১৯৬ রান।

রাজকোটে আগের দিনের দুই উইকেটে ২০৭ রান নিয়ে খেলতে নেমে ইনিংস সমৃদ্ধ করতে পারেনি অতিথি ইংল্যান্ড। সেঞ্চুরিয়ান বেন ডাকেট আউট হন ১৫৩ রান করে। এরপর অধিনায়ক বেন স্টোক ৪১ রান ছাড়া বাকি সবাই ব্যর্থ হলে ৩১৯ রানে থামে ইংলিশদের ইনিংস। মোহাম্মাদ সিরাজ নেন ৪ উইকেট।

১২৬ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামে ভারত। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অধিনায়ক রোহিত শর্মা আউট হলেও, জয়শাল হাঁকান টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। রিটায়ার্ড হাট হয়ে জয়শাল ফিরলেও, শুভমান গিলের অপরাজিত ৬৫ রানের ওপর ভর করে তৃতীয় দিনে টিম ইন্ডিয়ার লিড ঠেকেছে ৩২২ রানের ঘরে।