বিসিবি সভা এবং নানা নতুনের আবাহনের মাঝেই শুরু হয়েছে মহানগর ক্রিকেট কর্মকর্তাদের ব্যস্ততা। ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে বৈঠকে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কর্তারা। আসরের দিনক্ষণ, প্লেয়ার ড্রাফট, ভেন্যু সবই বৈঠকে চূড়ান্ত হয়েছে।
সিসিডিএম'র চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী বলেন, 'আমাদের চারটা ভেন্যু নির্বাচন করা হয়েছে। বিকেএসপি তিন ও চার, শেরে বাংলা এবং ফতুল্লা স্টেডিয়াম। শেরে বাংলাটা সবসময় হয়তো পাওয়া যাবে না। কিন্তু বাকি তিনটা নিয়মিত থাকবে। ২৮ এবং ২৯ শে ফেব্রুয়ারি আমরা দলবদল করবো। মার্চের ৯ তারিখ টুর্নামেন্ট শুরু হবে।'
ডিপিএলে দেশি ক্রিকেটারদের পাশাপাশি মাঠ মাতাতেন বিদেশিরাও। প্রতিটি দল চাইলে একজন বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখতে পারতো। তবে বৈশ্বিক সংকটের দোহাই দিয়ে এবার বিদেশি ক্রিকেটার না রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
তবে সংকটের মাঝেও ক্রিকেটারদের জন্য সুখবর, বাড়ছে আর্থিক পুরস্কার।
সালাহ উদ্দিন চৌধুরী বলেন, 'টুর্নামেন্ট সেরা এবং সর্বচ্চো উইকেট শিকারির গতবার প্রাইজমানি ছিল ২ লাখ টাকা আর এবার সেটা আড়াই লাখ টাকা করা হয়েছে। প্রতিম্যাচে ম্যাচ সেরার পুরস্কার ছিলো ১০ হাজারের পরিবর্তে ১৫ হাজার টাকা করা হয়েছে।'
এদিকে গেল মৌসুমের টাকাই এখনো বুঝে পাননি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। এ নিয়ে কদিন আগে বিসিবি প্রাঙ্গণে আন্দোলনও করেছিলেন ক্লাবটির খেলোয়াড়রা। এর সমাধান কিংবা দায় নিতে রাজি নয় সিসিডিএম।