ক্রিকেট
এখন মাঠে
0

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন রিফাত

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চারদিনের ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেছেন বিকেএসপি'র রিফাত বেগ। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জাম স্টেডিয়ামে ঢাকা মেট্রো'র বিপক্ষে ৩২০ রানে অপরাজিত থাকেন ‌এই ওপেনার।

প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। তাদের ১৪৩ রানের জবাবে ৫৪৯ রানের পাহাড় গড়ে বিকেএসপি। ট্রিপল সেঞ্চুরি করে বয়সভিত্তিক ক্রিকেটে রেকর্ড করেন রিফাত বেগ।

প্রথম দিন ফিফটি ও দ্বিতীয় দিন সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রুপ দেন এ বা হাতি ব্যাটার। রোববার (১১ ফেব্রুয়ারি) তৃতীয় দিনে রিফাত খেলা শুরু করেন ২২১ রান নিয়ে। আর দলের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৪০১ রান। সেখান থেকে উইলো লম্বা করেন। বলের মেধা বুঝে ব্যাট করে গেছেন। এরপর নিজেকে ছাড়িয়ে যান রেকর্ডের পাতায়। হাঁকান অনবদ্য এক ট্রিপল সেঞ্চুরি।

দারুণ এই মাইলফলকেই থেমে যাননি বিকেএসপি'র এ ব্যাটার। দলের রান পাহাড়ে নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৩২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে। বিকেএসপি ৫৪৯ রানে থামলে ৪০৬ রানের লিড নেয় রিফাতের দল।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর