বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ | ছবি: সংগৃহীত
0

সাভার বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (রোববার, ৯ নভেম্বর) সাভারের বিকেএসপিতে ৪৫জন নারী শিক্ষার্থীদের ব্যাচ দিয়ে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা। সারাদেশে সব বিকেএসপিতে চলবে এ প্রশিক্ষণ কার্যক্রম।

২০২৮ সাল পর্যন্ত প্রকল্প মেয়াদকালে ১১৪টি ব্যাচে ৮৮৫০ জন যুবক ও যুবতীকে এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেয়া হবে।

আরও পড়ুন:

প্রকল্পের মূল উদ্দেশ্য হলো— আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য আত্মরক্ষার বিভিন্ন কৌশল বিষয়ক প্রশিক্ষণ প্রদান, আত্মরক্ষার জন্য প্রাথমিকভাবে প্রস্তুত করে তোলা, বৈরী পরিস্থিতিতে আত্মরক্ষার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা ও প্রশিক্ষণ প্রদান।

এসএইচ