ক্রিকেট
এখন মাঠে
0

দেশে ব্যাট প্রস্তুতকারী এমকেএস স্পোর্টস'র যাত্রা

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো ক্রিকেট ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস। বাজারে ৫ থেকে ৬০ হাজার টাকায় পাওয়া যাবে এমকেএস ব্যাট।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছিল তারা ঝলমলে এক সন্ধ্যা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হয় বনানীর শেরাটন হোটেল। তামিম মুশফিকদের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসানও।

আয়োজন আরও রাঙিয়ে দেন বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।

বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয়তার শীর্ষে থাকলেও, এই প্রথম দেশে ব্যাট প্রস্তুতকারি প্রতিষ্ঠানের ব্যবসায়িক যাত্রা শুরু হল। দেরিতে হলেও ইমরুল মিরাজদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই।

সাকিব বলেন, 'যদিও আমার এখনও ব্যাট ব্যবহার করার সুযোগ হয়নি। ওরা বলছে আমাকে একটা ব্যাট দিবে। ইমরুল এর জন্য অনেক পরিশ্রম করেছে। সে নিজে ইংল্যান্ডে গিয়ে উইলো নিয়ে এসেছে।'

বাংলাদেশ জাতীয় দলের প্রায় সব ক্রিকেটাররাই বিদেশের বিভিন্ন ব্রান্ডের ব্যাট ব্যবহার করে থাকেন। এই যেমন, সিএ, ডিএসসি, টোন, এসজি উল্লেখযোগ্য। তবে, এমকেএস'র নবযাত্রা ক্রিকেটাররাও ঝুঁকবেন দেশি ব্রান্ডের এমকেএস ব্যাটের দিকে।

পাপন বলেন, 'তারা এমন একটা কাজ করেছে যা আমি নিজেও কখনও চিন্তা করিনি। আমি ক্রিকেট নিয়ে অনেককিছু চিন্তা করেছি কিন্তু বাংলাদেশে ব্যাট বল এগুলো বানাবো বা বানানো সম্ভব সে চিন্তা কখনও মাথায় আসেনি।'

বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি ব্যাট প্রস্তুতকারী এ প্রতিষ্ঠান এমকেএস ব্যাট তৈরিতে ইংল্যান্ড ও সিঙ্গাপুরের কাঠের ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যে আইসিসি থেকে স্বীকৃতি পেয়েছে এমকেএস ব্যাট।

এসএস