কয়েকদিন আগেই সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসানের সময় কি খুব বেশি খারাপ যাচ্ছে! ক্রিকেটার সাকিবের সময় ভালো যাচ্ছে না সেটি বলতেই হবে। চলতি বিপিএলে তার দল রংপুর রাইডার্স এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেললেও সাকিব ৫টিতে খেলেছেন। এরমধ্যে কোন ম্যাচে ব্যাটে-বলে সুবিধা করতে পারেননি।
চলতি আসরে নিজের অলরাউন্ডার স্বত্ত্বা ছেড়ে কেবল বোলার হিসেবে খেলছেন সাকিব। ব্যাটিংয়ে তাকে ৮ নাম্বারে নামতেও দেখা গেছে। সবশেষ ম্যাচে ৪ নাম্বারে নামলেও প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরেছেন। বল হাতে কম খরুচে হলেও খুব একটা উইকেট নিতে পারেননি। নিজের এমন দশা বেশ পোড়াচ্ছে এই অলরাউন্ডারকে।
সাকিব আল হাসান বলেন, 'জীবনে এরকম কখনো করিনি যে আমার এক দিক নিয়ে খেলতে হচ্ছে। অবশ্যই রংপুরের জন্য আমার কষ্ট হচ্ছে। তারা যে আশা নিয়ে আমাকে দলে নিয়েছিল তার অর্ধেক করতে পারছি। বাকি অর্ধেক করতে পারছি না।'
সাকিবের অফফর্মের জন্য অনেকেই তার চোখের ইনজুরিকে দায়ী করছেন। ভারত বিশ্বকাপের সময় থেকেই এক চোখে কম দেখছেন বলে গণমাধ্যমের খবর। তবে সেসব একেবারেই উড়িয়ে দিলেন সাকিব।
বলেন, 'চোখের কোন সমস্যা নাই। আপনি চশমা পড়ে যেটা দেখেন, আমি চশমা না পড়ে এর থেকে ভালো দেখি। ওইদিক দিয়ে কোন সমস্যা নাই (হাসি)।'
আগেরদিন তার কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, ফর্ম ফিরে না পেলে আর ক্রিকেটে ফিরবেন না সাকিব। তবে এখন অবসর ভাবনা নেই বলে জানালেন মিস্টার সেভেন্টি ফাইভ।
সাকিব আরও বলেন, 'আমার এখন পর্যন্ত কোন ভাবনা (অবসর) নাই। চেষ্টা করে যাচ্ছি বাকিটা সময়ই বলে দিবে।'
সাকিবের চোখে এবারের বিপিএলের উইকেটটাও আদর্শ নয়। তারপরও জাতীয় দলের ক্রিকেটারদের ফর্মে দেখতে চান তিনি। বলেন, 'বিপিএল খুব কঠিন প্রতিযোগিতার জায়গা। এবার উইকেট আদর্শ না। গতবার খুব ভালো রান হচ্ছিল কিন্তু এবার হচ্ছে না। স্বাভাবিকভাবেই জাতীয় দলের খেলোয়াড়রা বেশি খেলতে খেলতে একটু ক্লান্ত হয়ে পড়ে। হয়তো এখান থেকে বিশ্বকাপে গিয়ে দল ভালো করবে।'
বিপিএলের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। সাকিবসহ জাতীয় দলের ক্রিকেটাররা ছন্দ খোঁজে না পেলে বিপদ অপেক্ষা করছে।