ক্রিকেট
এখন মাঠে
0

আড়াই হাজার কোটি রুপিতে আইপিএল'র স্পন্সর টাটা

দুই হাজার ৫০০ কোটি রুপির বিনিময়ে আরও একবার আইপিএলের স্পন্সরের দায়িত্ব পেল টাটা গ্রুপ। আগামী পাঁচ বছরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি হয়েছে তাদের। ২০২৮ সালের পর চাইলে চুক্তি বাড়াতে পারবে টাটা।

আইপিএলকে বলা হয় বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রতি বছর নিলাম থেকে শুরু করে টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কোনো কমতি থাকে না। আগ্রহ থাকবে নাই বা কেন? আইপিএল যে তারকাদের আসর। কারণ, প্রতিবছরই বিশ্বমানের ক্রিকেটারদের দলে টানে ফ্র্যাঞ্চাইজিগুলো।

যেখানে বসে তারকাদের মেলা সেখানেই স্পন্সরের দায়িত্ব পেতে মুখিয়ে থাকে নামিদামী অনেক প্রতিষ্ঠান। আইপিএলও তার ব্যতিক্রম নয়। সম্প্রচারস্বত্ব থেকে শুরু করে টাইটেল স্পন্সর, সব জায়গাতেই থাকে প্রতিযোগিতা। অর্থাৎ টুর্নামেন্টে'র প্রতিটি মুহূর্তই অর্থমূল্যে হিসাব করা হয়।

এই যেমন নতুন মেয়াদে আবারও আইপিএলের টাইটেল স্পন্সর হয়েছে টাটা। বিনিময়ে ৫ বছরে বিসিসিআই পাবে ২ হাজার ৫০০ কোটি রুপি। অর্থাৎ প্রতি বছর ৫০০ কোটি রুপি দেবে টাটা।

২০২৮ সালের পর চাইলে প্রতিষ্ঠানটি চুক্তি নবায়ন করতে পারবে। সেই শর্তও রাখা হয়েছে। কিন্তু একই পরিমাণ অর্থে সেই দায়িত্ব নিতে চেয়েছিল আদিত্য বিড়লা গ্রুপ। তবে, টাটা'র সঙ্গে চুক্তি চলমান থাকায় তাদেরকেই দায়িত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

২০২২ সালে প্রথমবার আইপিএলের স্পন্সর হয়েছিল টাটা। তখন প্রতি বছর ৩৬৯ কোটি রুপি দেয়ার চুক্তি করেছিল প্রতিষ্ঠানটি। তাদের আগে ৫ বছরের জন্য আইপিএলের স্পন্সর হয়েছিল ভিভো।

আসন্ন আইপিএলের নিলাম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সূচি চূড়ান্ত না হলেও চলতি বছর মার্চের শেষদিকে শুরু হওয়ার কথা রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম আসর।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর