প্রায় এক যুগের বেশি সময় ধরে বিসিবির দায়িত্বে আছেন নাজমুল হাসান পাপন। দীর্ঘ এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশ্বের পঞ্চম ধনী বোর্ড বানিয়েছেন। তবে এবার তার কাঁধে আরও বড় দায়িত্ব।
দীর্ঘ ৫ বছর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ছিল না কোন পূর্ণ মন্ত্রী। এবার সে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান পাপন। ক্রিকেট বোর্ডের আর্থিক সংকট কাটানোর পাশাপাশি তার লক্ষ্য ফেডারেশনগুলোর মান উন্নয়নে কাজ করা। আর ফেডারেশনগুলো পেশাদারিত্ব ফিরিয়ে আনলে ফান্ড পাওয়াও কঠিন কোন কাজ নয় বলে জানিয়েছেন তিনি।
ক্রীড়া মন্ত্রী পাপন বলেন, ‘বাংলাদেশে স্পন্সরের অভাব নেই। সেজন্য ফান্ড পাওয়া খুব কঠিন কাজ হওয়ার কথা নয়। স্পন্সরদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করতে হবে। তা করতে পারলে ফান্ড পাওয়া সহজ হবে।’
অনেক সম্ভাবনাময় ফেডারেশন আছে যারা দেশ ও দেশের বাইরে সাফল্য বয়ে আনার সামর্থ্য রাখে। অন্তত তাদের নিয়েই শুরু করতে চান ক্রীড়া মন্ত্রী।
তিনি আরও বলেন, 'চেষ্টা থাকবে সব খেলার মান উন্নত করা। তবে তা একবারে সম্ভব নয়। আমার পরিকল্পনা হচ্ছে, যেগুলোতে আন্তর্জাতিকভাবে ভাল করতে পারবো সেগুলোতে প্রথমে প্রাধান্য দেয়া। আর অন্যগুলোতেও আস্তে আস্তে উন্নতি করা।'
এছাড়া এখনই বিসিবির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন না নাজমুল হাসান পাপন। মন্ত্রীত্ব সামলানোর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব চালিয়ে যাওয়া খুব বেশি কঠিন হবে না বলে মনে করেন তিনি।
পাপন বলেন, 'আপনারা জানেন ক্রিকেট বোর্ড একটু আলাদা। নিজেদের নিয়মকানুনে চলে বোর্ড। ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকলেও বিসিবি নিজেদের মতো সব কাজ করে।'
দেশের ক্রীড়াঙ্গনে কতটা পরিবর্তন আনতে পারেন নাজমুল হাসান পাপন, ক্রীড়ামোদীরা রয়েছে তারই অপেক্ষায়।