ক্রিকেট
এখন মাঠে
0

ঢাকা টেস্টের ২য় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

শাহনুর শাকিব

বুধবার (৬ ডিসেম্বর) প্রথম দিন শেষে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও ঠিক শেষ বিকেলে নিউজিল্যান্ডের ৫ উইকেট নিয়ে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

টাইগাররা আশা করেছিল দ্বিতীয় দিনের প্রথম সেশনে কিউইদের অলআউট করে চালকের আসনটা নিজেদের কাছে রাখতে। কিন্তু ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি দুপুরের পরও থামছিল না। এ অবস্থায় দুপুর দুইটার দিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় দ্বিতীয় দিনের খেলা।

শুক্রবার তৃতীয় দিনের খেলা হবে ৯৮ ওভার। নির্ধারিত সময়ের আধাঘন্টা আগে শুরু হবে ম্যাচ।

প্রথম দিন শেষে ১১৭ রানে এগিয়ে টাইগাররা। কিউইদের ৩ উইকেট শিকার করেছে মেহেদি মিরাজ আর ২ টি উইকেট নেন তাইজুল ইসলাম।

দিন শেষ হবার আগেই বিগ ফিস উইলিয়ামসনকে সাজঘরে ফিরিয়ে মেহেদী মিরাজ বাংলাদেশ শিবিরে এনে দেয় স্বস্তি। তার এক বল পরই মিরাজ ফিরিয়ে দেন টম ব্লেন্ডেলকে।

এর আগে প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সে ইনিংসে সর্বোচ্চ ৩৫ রান আসে মুশফিকের ব্যাট থেকে। প্রথম দিনে পতন হওয়া ১৫ উইকেটের মধ্যে ১৩টি উইকেট নিয়েছে স্পিনাররা।


এসএস