নতুন পরিচয়ে তামিম

ক্রিকেট
এখন মাঠে
0

এবার ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু হলো তামিম ইকবালের। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যে অভিষেক হলো তার।

মিরপুরে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কমেন্ট্রি বক্সে যাত্রা শুরু হয় তামিমের। আগের দিন রাতেই অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন তামিম।

আজ বুধবার (৬ ডিসেম্বর) দুই স্লটে ধারাভাষ্য দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খানও।

এর আগেও একবার কমেন্ট্রি বক্সে দেখা গিয়েছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। বিপিএলে ভাষ্যকার হিসেবে কাজ করেছেন তামিম। সেবার অবশ্য ধারাভাষ্য দিয়েছিলেন শখের বসে।

আরও পড়ুন: