বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। শুক্রবার রাতে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ার কথা জানিয়েছিলেন বিএনপির নেতারা।
৮ দিনের পেরিয়েছে, বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালের সামনে আসছেন বিএনপির জ্যেষ্ঠ নেতাসহ দলের তৃণমূলের নেতা-কর্মী, অন্য দলের নেতারাও। সবার মুখেই উদ্বেগ।
বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘ডাক্তারদের পরামর্শে ওনার চিকিৎসা চলছে। আগে যেরকম শুনেছেন, বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে। সমগ্র দেশবাসীকে অনুরোধ করবো, দেশনেত্রীর জন্য দোয়া করবেন। সঠিক চিকিৎসা চলছে। বাইরের প্রায় তিন চারটি দেশের ডাক্তার এবং আমাদের দেশের এভারকেয়ারের ডাক্তার, সবার সমন্বয়ে ওনার চিকিৎসা চালু রয়েছে এবং সুচিকিৎসা চলছে।’
রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র স্বাস্থের খোঁজ নিতে আসেন সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান ছিল। দেশের মানুষ তাকে দলমতের ঊর্ধ্বে উঠে ভালোবাসেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অবস্থাটা তো একেবারে খুব যে ভালো, তা নয়। খানিকটা জটিল। বাইরে পাঠাবার ব্যঅপারে তো সিদ্ধান্ত ওনারা নিয়েই আছেন, কিন্তু এই অবস্থায় ট্রাভেল করানোর জন্য শারীরিক ফিটনেসটা ওনার নেই। সামগ্রিক চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না, ডাক্তাররা খুবই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছেন।’
আরও পড়ুন:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘উনি যে আপসহীন ভূমিকা রেখেছেন এবং ত্যাগ দেখিয়েছেন বাংলাদেশের জন্য, আমরা ওই শ্রদ্ধার জায়গা থেকে ওনাকে দেখতে এসেছি।’
এছাড়াও সাবেক ক্রিকেটার তামিম ইকবাল বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানান এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল বলেন, ‘অনেকদিন ধরেই চাচ্ছিলাম একবার এসে ওনাকে দেখে যাই, আপনারা জানেন যে দেখা হওয়াটা সম্ভব নয়, কারণ উনি সিসিওতে আছেন। তবে ওনার পরিবারের অনেকের সঙ্গেই দেখা হয়েছে। আমি আমার সালাম এবং দোয়া ওনাকে জানিয়েছি।’
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, বিদেশে নেয়ার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
রিজভী বলেন, ‘তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি।’
এদিকে বিকেলে নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় নেতা কর্মীরা দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়। ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায়।





