ঢাকা টেস্টে ধারাভাষ্য দেবেন তামিম ইকবাল

ক্রিকেট
এখন মাঠে
0

ঢাকা টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকবেন ক্রিকেটার তামিম ইকবাল। এর আগেও একবার কমবক্সে দেখা গিয়েছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

সেবার ধারাভাষ্য দিয়েছিলেন শখের বসে। কিন্তু এবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে পেশাদার ধারাভাষ্যকার হিসেবে থাকবেন তিনি।

নিজের ভেরিফাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন তামিম। ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত প্রথম স্লটে এবং ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত দ্বিতীয় স্লটে থাকবেন বলে জানান সাবেক এ অধিনায়ক।

এর আগে গণমাধ্যমে তামিম জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যে আসার ইচ্ছা আছে তার। বাংলাদেশের অন্যতম সেরা ধারাভাষ্যকার আতহার আলী খান আগাম শুভকামনা জানিয়েছেন তামিম ইকবালকে।

তার মতে, ধারাভাষ্যকার হিসেবে তামিম নিজেকে মেলে ধরতে পারবেন। কারণ, তামিম ইংরেজিতে পারদর্শী ও উচ্চারণে চৌকস। দেশের ক্রিকেটে সেরা ওপেনার হিসেবে খ্যাতি লাভের পর এখন দেখার অপেক্ষা ধারাভাষ্যকার হিসেবে দ্বিতীয় ইনিংস কতোটা ভালো করতে পারেন চট্টগ্রামের এ ব্যাটার।

আরও পড়ুন: