প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে রোহিতের নামের পাশে ছিল ৩৪৯ ছক্কা। সবার ওপরে ছিল শহীদ আফ্রিদির নাম। পাকিস্তানি এই অলরাউন্ডারের ক্যারিয়ারে ছিল ৩৫১ ছক্কা। রাঁচিতে প্রথম ওয়ানডে ম্যাচে নিজের ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলার পথে রোহিত হাঁকিয়েছেন ৩ ছক্কা। তাতেই আফ্রিদিকে ছাড়িয়ে রোহিতের নামের পাশে ৩৫২ ছক্কা।
আরও পড়ুন:
ক্রিকেট বিশ্বে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৩৫০ ছক্কা হাঁকানোর কৃতিত্ব রোহিতের। এছাড়া ভিরাট কোঁথলির সঙ্গে গড়েছেন ১৩৬ রানের জুটি। ওয়ানডে ক্রিকেটে প্রথম জুটি হিসেবে ঘরের মাঠে ২৬০০ রান করেছেন এই দুই ভারতীয় ক্রিকেটার।




