এলচের সঙ্গে ড্র করে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ

এলচে-রিয়াল মাদ্রিদ ম্যাচ
এলচে-রিয়াল মাদ্রিদ ম্যাচ | ছবি: রয়টার্স
0

লা লিগার ম্যাচে হোঁচট খেয়েছে টেবিল টপার রিয়াল মাদ্রিদ। লিগের ১৩তম রাউন্ডের ম্যাচে এলচের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে শাবি আলন্সোর শিষ্যরা। লা লিগায় গতকাল (রোববার, ২৩ নভেম্বর) রাতে এলচের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে সমানতালে লড়েছিল এলচে। দুই একবার গোলের সুযোগও পেয়েছিল তারা। বিপরীতে রিয়ালের আক্রমণের সামনে দেয়াল হয়ে ছিলেন এলচের গোলরক্ষক ইনাকি পেনা। তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমার্ধ গোল না পাওয়ার হতাশায় পার করে রিয়াল।

আরও পড়ুন:

বিরতির পর অবশ্য ৫৩ মিনিটে প্রথমবার পিছিয়ে পড়ে দলটি। এলচের মিডফিল্ডার অ্যালেক্সিস ফেবাস এগিয়ে দেন দলকে। রিয়াল সমতায় ফেরে ৭৮ মিনিটে। চলতি মৌসুমে রিয়ালদে আসা ডিফেন্ডার ডিন হুইসেন গোল করে রিয়ালকে দেন স্বস্তি। ম্যাচের ৮৪ মিনিটে ফের এলচেকে এগিয়ে দেন আলভারো রদ্রিগেজ। তবে ৮৭ মিনিটে জ্যুড বেলিংহামের দ্বিতীয় গোল রিয়াল শিবিরে স্বস্তি এনে দেয়।

ইএ