আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয় দিয়ে লা লিগার শীর্ষে বার্সা

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনা ম্যাচের একটি  মুহূর্ত
আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনা ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

আথলেতিক বিলবাওকে উড়িয়ে লা লিগার শীর্ষে উঠল হান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে গতকাল (শনিবার, ২২ নভেম্বর) লিগ ম্যাচটি ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা।

চতুর্থ মিনিটে দর্শকদের উল্লাসে ভাসিয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন লেভানডওস্কি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ডান দিক থেকে ইয়ামালের চমৎকার পাস ধরে বক্সে ঢুকে নিচু শট নেন তরেস।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয়ের পথে এগিয়ে যায় বার্সেলোনা। এরিক গার্সিয়ার পাস বক্সে প্রতিপক্ষের পা ছুঁয়ে পেয়ে জোরাল শটে জালে পাঠান লোপেস। নির্ধারিত সময়ের শেষ মিনিটে, মাঝমাঠ থেকে ইয়ামালের আরেকটি দারুণ পাস ধরে বক্সে ঢুকে চতুর্থ গোলটি করেন তরেস।

এফএস