ডার্বিও ম্যাচে অবশ্য প্রায় পুরো সময়েই ভুগতে হয়েছিল বার্সেলোনাকে। শুরু থেকে আক্রমণ করে গেলেও গোলের দেখা পায়নি তারা। প্রথমার্ধে নিজেরা সহজ সুযোগ মিস করেছে, একইসঙ্গে গোলরক্ষক হুয়ান গার্সিয়ার অতিমানবীয় পারফরম্যান্সে গোল হজম থেকেও দূরে ছিল ব্লু-গ্রানারা।
আরও পড়ুন:
বার্সেলোনা গোল পায় ম্যাচের একেবারে শেষ প্রান্তে এসে। ৮৬ মিনিটে ফারমিন লোপেজের পাস থেকে স্কোরশিটে নাম তোলেন দানি ওলমো। ৯০ মিনিটে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। তাতেই ৭ পয়েন্টের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা ধরে রাখে বার্সেলোনা।





