তুলনামূলক খর্বশক্তির দল হলেও অনেকটাই পূর্ণাঙ্গ দল নামিয়েছিলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচের প্রায় পুরোটা সময় জুড়েই গুয়াদালাজারাকে ব্যস্ত রেখেছিল বার্সেলোনা।
ম্যাচে প্রায় ৮২ শতাংশ বল দখলে রাখে ব্লু-গ্রানারা, গোলমুখে ছিল ২১ শট। তবে প্রতিপক্ষের গোলরক্ষক দানি ভিসেন্তের কাছে বারবার হতাশ হতে হয় বার্সেলোনাকে।
আরও পড়ুন:
ম্যাচের ৭৬ মিনিটে প্রথমবার গোলের দেখা পায় ফ্লিকের দল। আন্দ্রেস ক্রিস্টেনসেনের হেডে বল প্রতিপক্ষের শরীরে লেগে জালে জড়ায়। এতে ১-০ গোলের লিড পেয়ে যায় বার্সা। আর ম্যাচের ৮৯ মিনিটে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান মার্কাস রাশফোর্ড।





