বুন্দেসলিগায় ফ্রেইবার্গের বিপক্ষে বায়ার্ন মিউনিখের জয়

বায়ার্ন মিউনিখ ক্লাবের খেলোয়ারদের একাংশ
বায়ার্ন মিউনিখ ক্লাবের খেলোয়ারদের একাংশ | ছবি: সংগৃহীত
0

ফ্রেইবার্গকে ৬-২ গোলে হারিয়ে বুন্দেসলিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচের ১২ মিনিটে সুজুকি ও ১৭ মিনিটে মানজাম্বির সফল হেডে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বায়ার্ন। তবে ঘুরে দাঁড়াতে একমদই দেরি করেনি তারা। ২২ মিনিটে ওলিসের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান কমান জার্মান মিডফিল্ডার লেনার্ট কার্ল। আর বিরতির আগে কার্লের পাস পেয়ে জোরাল শটে দলকে সমতায় ফেরান ওলিসে।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধের শুরুতে পাঁচ মিনিটের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। ৫৫ মিনিটে ওলিসের কর্নারে দূরের পোস্ট থেকে ভলিতে দলকে এগিয়ে নেন উপামেকানো এবং এরপর বাঁ পায়ের শটে ব্যবধান ৪-০ করেন হ্যারি কেইন। ৭৮ মিনিটে ডি-বক্সের ভেতর দলের পঞ্চম গোলটি করেন নিকোলাস জ্যাকসন। আর ৮৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে চমৎকার শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওলিসে। ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৮ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বায়ার লেভারকুজেন।

এফএস