পাঁচদিনের ব্যবধানে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। তার আগে প্রস্তুতি নিতে নেপালের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।
গেলো মাসের শেষ দিকে ক্যাম্প শুরু করলেও ম্যাচের আগের দিনই পুরো দল নিয়ে মাত্র একটি সেশন করার সুযোগ পেয়েছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলে উঠার পরই একে একে ড্রেসিংরুম থেকে মোরসালিন, ফয়সাল, তপুরা বেরিয়ে আসলেও ক্যামেরার ল্যান্সে ধরা পড়েছে হামজা চৌধুরী। তবে বাকিদের বেরিয়ে আসার বেশ কিছুক্ষণ পরই দেখা দেন শমিত সোম। বেশ উজ্জীবিত কানাডিয়ান লিগে খেলা দেশের এই ফুটবলার।
মাঠের অনুশীলনে শুরু থেকেই খেলোয়াড়দের দিকে তীক্ষ্ণ দৃষ্টি কোচের। প্রতিপক্ষ নেপাল হলেও কোচের সব পরিকল্পনা ভারত ম্যাচের জন্য। তা নেপাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বারংবার বুঝিয়ে দিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়া।
আরও পড়ুন:
বাংলাদেশ ফুটবল দল অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘এ ম্যাচ আমাদের জিততে হবে। আমি চাই একটি উইনিং মেন্টালিটি।’
বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘দল ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। শেষ পর্যন্ত দলের সবাইকে একসঙ্গে পেয়েছি। আমরা প্রস্তুত। আমাদের জয়ের মানসিকতা থাকতে হবে। আমি নিশ্চিত, আমরা নেপাল ম্যাচে ভালোভাবে শেয় করতে পারলে ১৮ নভেম্বর ভারত ম্যাচের জন্য এটি খুব ভালো একটি পরীক্ষা হবে।’
এদিকে প্রতিপক্ষ দলও বেশ সতর্ক। কারণ মাসখানেক আগে ঘরের মাটিতে জামাল-সোহেলদের সঙ্গে গোলশূন্য ড্র করে নেপাল ফুটবল দল। এবার আবার হামজা শমিত যোগ হচ্ছে স্কোয়াডে।
নেপাল ফুটবল দলের কোচ হরি খারকা বলেন, ‘বাংলাদেশ-নেপাল ম্যাচ সবসময় চ্যালেঞ্জেং। এখন হামজা ও অন্যান্য খেলোয়াড় যুক্ত হয়েছে। তবে আমরা তাদের নিয়ে ভীত নয়। এখানে ব্যক্তিগত নৈপুণ্যের মূল্য থাকলেও দিন শেষে এটা দলীয় খেলা’
জাতীয় স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হবে রাত আটটায়।





