হকি বিশ্বকাপ বাছাইপর্ব: বাংলাদেশের সঙ্গে প্লে অফ খেলতে প্রস্তুত পাকিস্তান

বাংলাদেশ জাতীয় হকি দলের একাংশ
বাংলাদেশ জাতীয় হকি দলের একাংশ | ছবি: সংগৃহীত
0

হকি বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা পেতে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের প্লে অফ খেলতে প্রস্তুত পাকিস্তান। পাকিস্তান দলের ম্যানেজার ও কোচ গণমাধ্যমকর্মীদের জানালেন বাংলাদেশের সঙ্গে খেলাটা সহজ হবে না। তবে তিন ম্যাচেই নিজেদের সেরা খেলাটা উপহার দিতে চায় তারা।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মাঠের পাশে সংবাদ সম্মেলনের মঞ্চ, টিভি ক্যামেরা ও ধোয়ামোছার ব্যস্ততা চলছিল দিনভর। অনেক দিন পর প্রাণ ফিরে পায় দেশের একমাত্র হকি স্টেডিয়াম।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামীকাল (বৃহস্পতিবার, ১২ নভেম্বর)। সিরিজের জয়ী দল সুযোগ পাবে হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার।

আরও পড়ুন:

ভারতে গিয়ে এশিয়া কাপে অংশ না নেয়া পাকিস্তানকে এ প্লে–অফ সিরিজ খেলার সুযোগ দিয়েছে বিশ্ব হকি ফেডারেশন। ষষ্ঠ হওয়া বাংলাদেশের সঙ্গে তারা প্লে-অফ খেলছে।

আগামীকাল বেলা দুইটায় প্রথম ম্যাচ, শুক্রবার (১৪ নভেম্বর) বেলা তিনটায় দ্বিতীয় ও ১৬ নভেম্বর তৃতীয় ম্যাচ।

এসএস