টেস্ট সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল
বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল | Ekhon tv
0

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) বিকেল ৫ টা ২০ মিনিটে এসে পৌঁছায় সফররতদের বহনকারী বিমানটি।

এরপর প্রায় দুই ঘণ্টা পর বিমানবন্দর থেকে টিম বাসে হোটেলে যায় জিম্বাবুয়ের ক্রিকেটাররা। আজ ঢাকায় অবস্থান করবে পুরো দল।

১৬ এপ্রিল সকালের দিকে সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু সিলেটের উদ্দেশে রওনা হবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু ২০ এপ্রিল থেকে। আর চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ শুরু হবে এই ২৮ এপ্রিল থেকে।

সিরিজ শেষে ৪ মে দেশে ফেরার কথা রয়েছে অতিথিদের।

ইএ