১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রাফি ৫৮.৯০ সেকেন্ড টাইমিং করেন। এই ইভেন্টে এটি তার সেরা টাইমিং।
৫৬.৯৩ সেকেন্ড টাইমিং করে প্রথম হয়েছেন একজন থাই সাঁতারু। আর দ্বিতীয় হওয়া হংকংয়ের সাঁতারুর টাইমিং ৫৭.৮৪।
আজ (রোববার, ৬ এপ্রিল) ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে অংশ নিবেন তিনি। বাংলাদেশের সম্ভাবনাময় সাঁতারু রাফি।
জাতীয় পর্যায়ের একাধিক রেকর্ড তার দখলে। জুলাইয়ে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের আগে এই প্রতিযোগিতায় পদক জয়ে সন্তুষ্ট রাফি।