বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এখন জনপদে
এখন মাঠে
0

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ) বিকেলে জেলার ঐতিহ্যবাহী স্থানীয় রাজার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক মিসেস ম্যাম্যচিং।

শহিদ জিয়া স্মৃতি টুর্নামেন্টে শুরু থেকে জেলার ১২টি দল অংশগ্রহণ করে তার মধ্যে ফারুক টিম্বার বনাম জিটিএল কালাঘাটা ক্লাব ফাইনাল খেলায় অংশ নেয়। টাইব্রেকারে জিটিএল ক্লাবকে ৪- ৩ গোলে পরাজিত করে ফারুক টিম্বার।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি মাম্যা চিং বলেন, 'বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। কেন্দ্র থেকে ঘোষণা আসছে যে, প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতা করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।'

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জসিম উদ্দীন ও সদস্য সচিব শহিদুল ইসলাম, রিটল বিশ্বাষ, শাহাদাত হোসেন, চনুমং মাার্মা, রফিকুল ইসলাম, নাছিরুল আলমসহ প্রমুখ।

ইএ