এখন মাঠে
0

স্বপ্না ও আঁখির বিকল্প তৈরি করতে পারেনি বাফুফে : ছোটন

জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না আর ডিফেন্ডার আঁখি খাতুনের বিকল্প তৈরি করতে পারেনি বাফুফে। এমনটাই মনে করেন সাফ জয়ী সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। সাবিনাদের প্রস্তুতি নিয়ে তিনি হতাশ হলেও (১৭ অক্টোবর, বৃহস্পতিবার) শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জানিয়েছেন শুভকামনা।

বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ শিরোপা জেতার দুই বছর পেরিয়ে গেছে। সময়ের পরিক্রমায় দলটার বদলেছে অনেক কিছু। এর মধ্যে খেলোয়াড়দের অবসর আর একাধিক কোচ বদল অন্যতম।

গেল বছর হুট করেই অবসর নেন ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সিরাত জাহান স্বপ্না। এই স্ট্রাইকার বিদায় নেয়ার পরপরই বাফুফে ক্যাম্প ছাড়েন রক্ষণ দুর্গের অতন্দ্র প্রহরী আঁখি খাতুন। লম্বা সময়ে দলের নির্ভরযোগ্য এই দুই ফুটবলারের বিকল্প কি তৈরি করতে পেরেছে বাফুফে?

বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক কোচ সাবেক কোচ ছোটন বলেন, ‘আমার দেখা মতে এতো পাওয়ারফুল আর স্পিডি স্ট্রাইকার হয় নাই। আর বাংলাদেশে হবে কিনা তা নিয়ে সংশয় আছে।’

এ বছর সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপালে যাওয়ার আগে দিন সাবেক দুই সতীর্থকে স্মরণ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তাদের অভাব যে হারে হারে টের পাচ্ছে দল, সাবিনার কথাতেই তা পরিষ্কার।

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘এই সাফে আমি ব্যক্তিগতভাবে আঁখি এবং স্বপ্নাকে মিস করবো। কারণ তারা থাকলে একটা আলাদা সুযোগ থাকতো। আর নেপাল এবং ইন্ডিয়া তারা দুইটা দলই জানতো আঁখি ও স্বপ্নার প্রভাব কতটা ছিল।’

গেল দুই বছরে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে হতাশ সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। তারপরও সাবেক এই কোচের চাওয়া ভালো করুক প্রিয় দল।

সাবেক কোচ ছোটন আরও বলেন, ‘বিশ্বাস করতে হবে আমরা লাস্ট সাফে চ্যাম্পিয়ান হয়েছি। এখন আরো দুই বছর গেছে আমাদের সম্ভাবনা আছে আমরা পারবো। এই বিশ্বাসটা তাদের রাখতে হবে । আর তাদের মধ্যে যে সমস্যা আছে তা দ্রুত সমাধান করে একটা দল হিসেবে খেলতে হবে।’

বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হলেও বাংলাদেশের মিশন শুরু রোববার। প্রথম ম্যাচে সানজিদা-রুপনাদের প্রতিপক্ষ পাকিস্তান।