ফুটবল
এখন মাঠে
0

বাফুফে অ্যাকাডেমির ফুটবলারদের সঙ্গে জামাল ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময়

বাফুফে অ্যাকাডেমির ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।আজ (শনিবার, ১৮ জানুয়ারি) বাফুফে ভবনে এএফসি ‘এ’ লাইসেন্স কোর্স করতে এসে ক্ষুদে ভক্তদের আবদার মেটান জামাল।

অ্যাকাডেমির ফুটবলারদের কেউ তার কাছ থেকে অটোগ্রাফ নিয়েছেন, কেউবা ছবি তুলেছেন। এসময় জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুলও উপস্থিত ছিলেন। তাছাড়া কয়েকজন সাবেক ফুটবলারকেও দেখা গেছে।

এদিন, বাফুফে এএফসি ‘এ’ লাইসেন্স কোর্সের উদ্বোধন হয় ফেডারেশন ভবনে। যেখানে দেশি-বিদেশি খেলোয়াড়সহ ২৪ প্রশিক্ষণার্থী অংশ নেন।

ইএ