এখন মাঠে
0

অক্টোবর জুড়েই ব্যস্ত থাকবেন ক্রিকেটার-ফুটবলাররা

চলতি মাসে ব্যস্ত সময় পার করবেন দেশের ক্রিকেটার ও ফুটবলাররা। এ মাসেই রয়েছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর সাফ চ্যাম্পিয়নশিপের মতো মেগা আসর। পুরুষ ক্রিকেট দল ভারতে টি-টোয়েন্টি সিরিজ করেই দেশে ফিরে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবেন।

জুলাইয়ে এশিয়া কাপ শেষে কোনো সিরিজ খেলার তাড়া ছিল না বাংলাদেশের নারী ক্রিকেটারদের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরেছেন নিগার সুলতানারা।

দেড় মাসেরও বেশি সময় প্রস্তুতিপর্ব শেষে সীমিত ওভারের বিশ্ব আসর খেলার অপেক্ষায় টাইগ্রেসরা। বিশ্বকাপ শুরুর প্রথম দিনেই স্কটল্যান্ডের মোকাবিলা করবে বাংলাদেশ। তারপর একে একে লড়াই করতে হবে ইংল্যান্ড, উইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকার মতো দলের সাথে।

মেয়েদের বিশ্বকাপ চলাকালেই ভারতে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা। তিন ম্যাচের সিরিজ শুরু ৬ অক্টোবর থেকে। ১২ অক্টোবর ভারতে শেষ ম্যাচ খেলে দেশে ফিরে বিশ্রামের সুযোগ পাবেন না শান্তরা। চলতি মাসেই রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

অক্টোবর মাসে ক্রিকেটারদের মতো ফুটবলাররাও ব্যস্ত সময় পার করবেন। চ্যালেঞ্জ কাপ দিয়ে ঘরোয়া ফুটবল মৌসুম তো শুরু হচ্ছেই। ফুটবলের ইন্টারন্যাশনাল সার্কিটেও একাধিক টুর্নামেন্ট রয়েছে বাংলাদেশের।

১৭ অক্টোবর থেকে নেপালে শুরু হবে নারী সাফের সপ্তম আসর। যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ অক্টোবর। প্রতিপক্ষ পাকিস্তান। দুই দিন বিরতির পর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে খেলবেন সাবিনারা।

নারী সাফের সময় চলবে ছেলেদের বয়সভিত্তিক টুর্নামেন্ট। ১৯ অক্টোবর কম্বোডিয়ায় শুরু হবে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবল বাছাই। চলতি মাসের শেষ সপ্তাহে ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ। যেখানে খেলবে বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর