এখন মাঠে

বিপিএল ফাইনাল খেলতে বাধা নেই মুস্তাফিজের

বিপিএল ফাইনাল খেলতে শারীরিকভাবে কোনো বাধা নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমানের। এমনটাই জানিয়ে বিসিবি'র চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ম্যাচের জন্য পুরো ফিট ফিজ। সিদ্ধান্ত এখন টিম ম্যানেজমেন্টের হাতে।

গেল রোববার চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় আঘাত পান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ডের মারা বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করলে রক্তাক্ত হন কাটার মাস্টার।

এরপর মুস্তাফিজকে মাঠ ছাড়তে হয় অ্যাম্বুলেন্সে করে। পরে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে সিটি স্ক্যান করে জানানো হয়, মুস্তাফিজ নিরাপদেই আছেন। অভ্যন্তরীণ কোনো চোটে পড়তে হয়নি তাকে।

তবে, ফিজকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চায়নি কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। তাই গুরুত্বপূর্ণ প্রথম কোয়ালিফায়ারেও দলে রাখা হয়নি তাকে। যদিও রংপুর রাইডার্সের বিপক্ষে স্বস্তির জয় পায় টিম কুমিল্লা।

তবে, শুক্রবারের ফাইনালে মাঠে নামার জন্য প্রস্তুত মুস্তাফিজ। বিসিবি'র চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, টিম ম্যানেজমেন্ট চাইলে খেলাতে পারেন কাটার মাস্টারকে।

বিপিএলের এবারের আসরে কুমিল্লার জার্সিতে ৯ ম্যাচে ৯ এর উপরে ইকোনমিতে ১১ উইকেট পায় মুস্তাফিজ। তবে ফাইনালে একাদশে ফিজের খেলা নিয়ে বেশ স্বস্তিতেই থাকবে কুমিল্লা দল, সেটা বলাই যায়।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর