এখন মাঠে
0

কাল শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৪

আগামীকাল শুক্রবার (২৬ জানুয়ারি) শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৪। শেখ হাসিনা সরণি ৩শ' ফিট থেকে শেখ মুজিব বেইস পর্যন্ত ম্যারাথন অনুষ্ঠিত হবে।

২০২১ সাল থেকে নিয়মিত এই বিশাল ম্যারাথন অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারায় এবার চতুর্থবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪।

ম্যরাথন দু'টি ভাগে পরিচালনা করা হবে। ফুল ম্যারাথন প্রায় ৪৩ কিলোমিটার ও হাফ ম্যরাথন হবে ২১ কিলোমিটার। নারী পুরুষের পাশাপাশি দেশ বিদেশের ৬ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবেন এতে।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ-বাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল নাজমুল হাসান এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এসএস

আরও পড়ুন: