অন্য সব খেলা
এখন মাঠে
0

'আগামী বাজেটে ক্রীড়ায় বরাদ্দ বাড়ানোর সম্ভাবনা'

খেলার উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেতে আগামী বাজেটে এ খাতে বরাদ্দ বাড়বে বলে আশা করছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরপরই নাজমুল হাসান বলেছিলেন, দেশের ৫৫টি ক্রীড়া ফেডারেশনের সঙ্গে আলোচনার টেবিলে বসবেন। সেই অনুযায়ী প্রথমধাপে ৯টি ফেডারেশনের সঙ্গে বৈঠক করেছেন নতুন ক্রীড়ামন্ত্রী।

ফেডারেশনগুলোর সমস্যা, সীমবদ্ধতা এবং সার্বিক চাহিদার কথা শুনেছেন নাজমুল হাসান। যেখানে আর্থিক চাহিদা ও ভেন্যু প্রস্তুত করার ব্যাপারটি সর্বোচ্চ গুরত্ব পেয়েছে। তবে, এসব কিছু সমাধানের কথা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

তিনি বলেন, 'কিছু আর্থিক চাহিদা আছে। বাজেট যা আছে- তা থেকে কাজ শুরু হয়ে গিয়েছ। এর ফান্ডের কী অবস্থা আমি না জেনে বলতে পারছি না। তবে ছয় মাস পরে নতুন বাজেটে তারা যা যা চেয়েছে তা মেটানোর ব্যবস্থা করবো।'

প্রথম দিনের ১০টি ফেডারেশনের সঙ্গে বৈঠকের কথা থাকলেও, টেবিলে টেনিস ফেডারেশন উপস্থিত ছিল না। তবে, নতুন মন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়া অনেকটাই নির্ভার ফেডারেশন কর্তারা।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, 'সিটি গ্রুপ আমাদের পাশে আছে এটি আমরা মন্ত্রীকে জানিয়েছি। সরকার থেকে যা পাই তাও আমরা উল্লেখ করেছি।'

ক্রীড়া মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মাধ্যমে ফেডারেশনগুলোকে আর্থিক নিশ্চয়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। কিন্তু, অর্থ বরাদ্দ পেলে সব ফেডারেশন কি আদৌও সঠিক বিনিয়োগ করবে? এমন প্রশ্নে দিলেন হুঁশিয়ারি।

পাপন বলেন, 'যাকে যা দেয়া হবে, তা কড়ায়-গণ্ডায় হিসাব নেয়া হবে। সঠিক জায়গায় ব্যবহার হয়েছে কি-না তা দেখাতে হবে। না হলে এরপর আর পাবে না।'

নিয়মিত আলোচনার অংশ হিসেবে বাকি ৪৫টি ফেডারেশনের সঙ্গে বৈঠক করবেন ক্রীড়ামন্ত্রী। শুধু ফেডারেশনই না, বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নেয়া খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করবেন নাজমুল হাসান।

এছাড়াও, বঙ্গবন্ধু স্টেডিয়ামসহ আরও দুটি স্টেডিয়ামে সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে জানতে পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা আছে যুব ও ক্রীড়ামন্ত্রীর।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর