স্প্যানিশ সুপার কাপ ফাইনাল নিয়ে দর্শক উন্মাদনা নতুন কিছু নয়। সে কারণে আজ রাত একটায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াইয়ে চোখ থাকবে বিশ্বের কোটি কোটি দর্শকের। আর মাঠে বসে খেলা দেখতে দর্শকদের গুণতে হচ্ছে তিনশ' থেকে সাড়ে তিনশ' পাউন্ড। আর এই মহারণে নেহায়তে কম নয় প্রাইজমানিও।
ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। চির দুই প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ দেখতে অধীর আগ্রহে উন্মুখ থাকেন ফুটবল অনুরাগীরা। যদিও মেসি, রোনালদো স্পেন ছাড়ার পর সেই উত্তাপে কিছুটা ভাটা পড়েছে। তবে, এখনো হালের জুড বেলিংহ্যাম, গাভিদের মহারণও এলক্লাসিকোতে যোগ করে ভিন্ন মাত্রা। তাইতো বিশ্বের যেকোন প্রান্তেই এই দু'দলের ম্যাচের টিকিট থাকে চাহিদার শীর্ষে।
রিয়াল-বার্সার জনপ্রিয়তার কারণে টিকিটের দামও আকাশচুম্বী। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ম্যাচে টিকিটের দাম ধরা হয়েছে ৩শ' থেকে সাড়ে ৩শ' পাউন্ড। মূলত ১৯৮২ সাল থেকে দুই দল নিয়ে আয়োজিত হতো সুপার কাপ। যেখানে লা-লিগা আর কোপ দেল রে'র চ্যাম্পিয়নরা মুখোমুখি হতো।
তবে, ২০১৯ সালে থেকে পুরানো প্রথা বদলে চার দল নিয়ে আয়োজন করে সুপার কোপা। যেখানে লা-লিগার চ্যাম্পিয়ন ও রানার আপের পাশাপাশি সুপার কপে অংশ নেয় কোপ দেলরে'র চ্যাম্পিয়ন ও রানার আপ দল। একই সাথে ২০১৯ সাল থেকেই আয়োজক হিসেবে রাখা হয় সৌদি আরবের নাম।
স্প্যানিশ সুপার কাপে অংশ নিলেই থাকে মোট অঙ্কের আর্থিক আয়ের সুযোগ। সবশেষ আয়োজিত সুপার কাপে প্রাইজমানি ছিলো ২০ কোটি ৬ লাখ মার্কিন ডলার। যা এ বছরও অপরিবর্তিত। এরমধ্যে বেশি আয়ের সুযোগ থাকে চ্যাম্পিয়ন দলের। শুধুমাত্র সুপার কোপায় অংশগ্রহণবাবদ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা আলাদা করে পাবে ৬৫ লাখ মার্কিন ডলার করে। আর এই দু'দলের মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে সাথে পাবে আরও ২২ লাখ মার্কিন ডলার। আর রানার আপ দল আলাদাভাবে পাবে ১১ লাখ মার্কিন ডলার।
এছাড়া সেমিফাইনালে বাদ পড়া বাকি দু'দল অ্যাথলেটিকো মাদ্রিদ ৩২ লাখ ও ওসাসুনা পাবে ১১ লাখ মার্কিন ডলার। মূলত অংশগ্রহণ বাবদ যে অর্থ দেয়া সেটি ক্লাবগুলোর ঐতিহ্য বিবেচনায়। এর কারণে রিয়াল ও বার্সাকে বাকি দু'দলের চেয়ে বেশি অর্থ পুরস্কার দেয়া হয়।
স্প্যানিশ সুপার কাপে সবচেয়ে সফল দল বার্সেলোনা। আসরটি শুরু হওয়ার পর এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ বার শিরোপা ঘরে তুলেছে কাতালন ক্লাবটি। এমনকি সবশেষ আসরেও রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন গাভি, পেডরিরা। এরপরই আছে রিয়াল মাদ্রিদের নাম। লস ব্লাঙ্কোরা ১২ বার জিতেছে সুপার কোপা।
বার্সা- রিয়াল দুদলের সামনেই আছে শিরোপা জয়ের সংখ্যাটা আরও বাড়ানোর সুযোগ। এখন দেখার বিষয় রিয়াল গেলবারের হারের শোধ তোলে নাকি বার্সার জয়ের ধারা অব্যাহত রাখে।