আর একটা মাত্র ম্যাচ। তারপরই বদলে যাবে সব হিসাব-নিকাশ। একদলের গায়ে লাগবে বিশ্বচ্যাম্পিয়নের তকমা।
এতদিন ধরে যারা পারফর্ম করে দলকে এতদূর টেনে এনেছেন তারা নিশ্চয়ই চাইবেন আরো একবার জয়ের নায়ক হতে। ব্যাটে-বলে যারা খুব একটা ভূমিকা রাখতে পারেননি তারাও জীবন বাজি রাখতে চাইবেন ফাইনালে।
ওপেনিংয়ে দুই দলই দারুণ সূচনা পাচ্ছেন রোহিত-গিল আর ওয়ার্নার-হেডের কল্যাণে। বিগ ম্যাচে ট্রাম্প কার্ড হতে পারেন রোহিত শর্মা কিংবা ডেভিড ওয়ার্নার। এবারের আসরে দুর্দান্ত ছন্দে আছেন দু'জনই।
তবে আসরটাকে বলা যেতে পারে বিরাট কোহলির একার। একের পর এক রেকর্ড বুকে ঝড় তুলছেন তিনি। ছাড়িয়ে যাচ্ছেন সবাইকে। বদলে দিচ্ছেন ইতিহাস। আরো একবার তার দিকে তাকিয়ে থাকবে ভারতীয়রা। তবে অজিদের হয়ে তিনে খেলা মিচেল মার্শও কম যান না। ব্যাট হাতে ঝড় তুলতে পারদর্শী তিনিও।
স্পিন ঘূর্ণি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে মুখিয়ে থাকবেন অস্ট্রেলিয়ান তারকা এ্যাডাম জাম্পা। এরইমধ্যে ২২ উইকেট তুলে নিয়ে তিনি আছেন সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায়। দলকে জেতানোর পাশাপাশি আসরসেরা হওয়ার চেষ্টা থাকবে তার। তবে রবিন্দ্র জাদেজাও অজিদের ভালোই বিপদে ফেলতে পারেন।
পেস বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন মোহাম্মদ শামী। দলেই যার জায়গা নিয়ে সংশয় ছিল তার দিকেই এখন তাকিয়ে থাকবে ভারতীয়রা। ওদিকে হ্যাজলউড লিগ ম্যাচেই স্বাগতিকদের নাকানিচুবানি খাইয়েছিলেন। আরো একবার জ্বলে ওঠার অপেক্ষায় থাকবেন তিনি।
তবে বুমরাহ কিংবা স্টার্ক, লোকেশ রাহুল কিংবা স্টিভ স্মিথ, ফাইনাল ম্যাচে নায়ক হয়ে উঠতে পারেন তারাও।